Friday, January 10, 2014

পুরুষদের প্রয়োজনীয় বিবাহ প্রস্তুতি (প্রথম পর্ব)



বিয়ে ঠিক হয়ে গেছে, আংটি পড়ানো শেষএবার বিয়ের তোরজোর চলছেগায়ে হলুদ-বিয়ে আর বৌভাতের ডেট ঠিক করা হবে, এরপর মোহরানা, কমিন্যুটি সেন্টার, জন অতিথী, গেটে কত দিতে হবে ইত্যাদি ইত্যাদিওসব মুলতঃ অভিভাবকরাই করবেনপাত্র হিসেবে আপনার কাজ কি?

করনীয় ১:
মোবাইল নম্বর এতদিনে অবশ্যই আদান-প্রদান হয়েছে! এটা খুবই জরুরীবিয়ের আগে অনেক কিছুই ফিক্স করা যাবে মোবাইলের মাধ্যমেমানসিক-শারীরিক অনেক বিষয় আলোচনায় আসবে যা বিয়ে পরবর্তী জীবনের জন্য খুব প্রয়োজনীয়অপশনালঃ বিয়ের ডেট ঠিক করা নিয়ে একটু বলিঅনেকেই বিয়ের রাতে আবিস্কার করে যে তার নববধুর পিরিয়ড চলছেসো এতদিনের প্রথম রাইতে বিলাই মারার প্ল্যান কুপোকাতএটা যদিও খুব জরুরি কোন বিষয় না, পিরিয়ড শেষ হয়ে যাবে সর্বোচ্চ ৩-৪ দিনের মধ্যেতারপর প্ল্যানমাফিকতবে মেয়ে বা আত্মীয়াদের মধ্যে কারও সাথে যদি ফ্রি থাকেন তবে একটা ট্রাই করা যেতে পারেযেমনঃ আপনার ভাবী আছে, তাকে বলুন যেনো বিয়ের সময় মেয়ের কোন শারীরিক সমস্যা না থাকেভাবীরা এই লাইনে আকেলমন্দ”, তাই ইশারা বুঝে ঠিকই হবুবধুকে পরবর্তি পিরিয়ডের ডেট জিজ্ঞেস করে সেভাবে বিয়ের ডেট ফিক্সে ভুমিকা রাখতে পারেনতারপরেও অনেক সময় বিয়ের টেনশনে অনেক সময় মেয়েদের অসময়ে পিরিয়ড শুরু হয়ে যায়তাই আবারও বলছি এটা বড় কোন ইস্যু না

করনীয় ২:
হবু বধুর সাথে ফ্রী হয়ে নিনটেলিফোনে আলাপ যেহেতু শুরু হয়ে গেছেএইবার তার সাথে শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করুনতবে রয়ে-সয়েসরাসরি প্রথম ১/২ দিনেই শুরু করলে কিন্তু বিপদকিভাবে শুরু করবেন নিজেই চিন্তা করুনমনে রাখবেন এই আধুনিক যুগে মেয়েরা কিন্তু সবই জানেজানার সোর্স আপনার মতইএটাকে নেগেটিভলি দেখার কিছু নাইবরং পজেটিভলি দেখুন, ভাবুন তার এই জানা আপনার কাজকে সহজ করে দেবেতবে মেয়েরা জানলেও প্রকাশ করবে না, কারন তার মনে ভয় কাজ করবে যে আপনি তাকে ভুল বুঝতে পারেনতাই প্রথম স্টেপ আপনি নিনজানা বিষয় আলাপ শুরু করুন, তবে তত্ত্বীয় বিষয় গুলো

করনীয় ৩:
শারিরীক ভাবে সুস্থ থাকুন ও শক্তিশালী হোননা, কোন বটিকা বা সালসা খাওয়ার কথা বলবো নাস্রেফ মধু খান ডেইলি এক চামচ করেদুধে মিশিয়ে খেলে আরো ভালোআর স্বাভাবিক খাবারতো খাবেনইভুড়িটাকে বেশি বাড়তে দিয়েন নাবাসর রাতে ফার্স্ট ইম্প্রেশনটা খারাপ হয়ে যাবে তাইলেআর প্রচুর পানি খানচেহারা ফ্রেশ থাকবেপরর্বতী পর্বে আলাপ হবে সরাসরি বাসর রাতের প্রস্তুতি নিয়েকি কি কিনতে হবে আর সাথে রাখতে হবেএই পোষ্টের বিষয়ে কারও কোন প্রশ্ন থাকলে করার আহবান জানাচ্ছিএবং এই লাইনের গাযীদের মতামত আশা করছি

continued ………………

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home