Saturday, January 17, 2015

পুরুষের ভায়াগ্রার মত মহিলাদের জন্য এল ফোরিয়া


যৌন জীবনে নিস্তেজ পুরুয়ের জন্য চিকিৎসা বিজ্ঞানের অনন্য অবদান যৌন উত্তেজক পিল ভায়াগ্রা। যৌন জীবনে নারী-পরুষ উভয়ের সমান অংশগ্রহন থাকলেও এতদিন পর্যন্ত বাড়তি এই সুবিধা শুধুমাত্র পুরুষের জন্যই ছিল। কিন্তু এবার নারীদের জন্যও পুরুষের ভায়াগ্রার মত সাময়িক যৌন উদ্দীপক তেল নিয়ে এল ক্যালিফোর্নিয়ার ভিত্তিক একটি প্রতিষ্ঠান।

গাঁজার নির্যাসের সাথে নারিকেল তেলের মিশ্রন ঘটিয়ে প্রস্তুত করা হয়েছে ওই তেল। পুরুষদের ক্ষেত্রে ভায়াগ্রা যেমন কাজ করে তেমনি মহিলারাদের ক্ষেত্রে ফোরিয়া নামের এই তেল একই রকম কাজ করে।

ফোরিয়া নামের ওই তেল ব্যবহারে মহিলাদের যৌন উত্তেজনা খুব দ্রুত সময়ের মধ্যে বাড়বে বলে দাবি করেছে এটির প্রস্তুতকারক প্র্রতিষ্ঠান। এছাড়া যৌন তৃপ্তির ক্ষেত্রেও এটি সহায়ক। ফোরিয়ার ৩০ এমএল আকারের একটি বোতলের দাম ধরা হয়েছে ৮৮ ডলার। তবে এটা ক্রয়ের জন্য ক্যালিফোর্নিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন পড়বে।

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home