Friday, January 23, 2015

মস্তিষ্ককে নির্দেশ দিয়ে শরীরে ফ্যাট ঝরাতে সক্ষম প্রাকৃতিক দুটি হরমোন


ওয়েব ডেস্ক: নতুন এক গবেষণা জানাচ্ছে দুটি প্রাকৃতিক হরমোন মস্তিষ্ককে শরীরে ফ্যাট বার্ন করার নির্দেশ দিতে সক্ষম।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি মলিকিউলার মেকানিসম আবিষ্কার করেছেন যেটি মূলত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। লেপটিন ও ইনসুলিন। বিজ্ঞানীরা দেখেছেন মস্তিষ্কের একটি নিউরোন গ্রুপের উপর কাজ করে এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে শরীরে স্বাভাবিক মেদ ঝরাকে স্টিমিউলেট করে।

এই গবেষণার মূল গবেষক টনি টিগানিস জানিয়েছেন মেদ ঝরাতে এই দুই হরমোনের মিলিত ভূমিকা অতিরক্ত মেদ ঝরানোর পথ দেখাবে। তিনি জানিয়েছেন, এই দুটি হরমোন মস্তিষ্ককে শরীরে জমা থাকা মেদের একতা বিস্তারিত ছবির যোগাড় দেয়। যেহেতু, লেপটিন ফ্যাট কোষগুলোতেই তৈরি হয় তাই এই হরমোন কোনমাত্রায় শরীরে ফ্যাট জমে আছে তা পরিমাপে সক্ষম। অন্যদিকে, ইনসুলিন ভবিষ্যতের ফ্যাট রিসার্ভ সম্পর্কে একটা আন্দাজ দিতে পারে।

গবেষকরা দেখিয়েছেন যে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে প্রুপপিওমেলানোকর্টিন নিউরোনের উপর কাজ করে ইনসুলিন ও লেপটিন। এর ফলে এই নিউরোনগুলো স্নায়ুতন্ত্রে একটা সিগন্যাল পাঠায় যা সাদা ফ্যাটকে বাদামী ফ্যাটে রূপান্তরিত হতে সাহায্য করে। যার ফলে ঝরে যায় শরীরের অতিরিক্ত মেদ।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home