আপনি কি হিজড়া জন্ম হওয়ার কারন জানেন ?
![]() |
হিজড়া |
হযরত ইবনে আব্বাস (রাঃ)
বলেছেনঃ হিজড়ারা জীনদের
সন্তান। কোন এক বাক্তি আব্বাস
(রাঃ) কে প্রশ্ন করেছিলেন
এটা কেমন করে হতে পারে। জবাবে তিনি বলেছিলেন “আল্লাহ্ ও রাসুল (সাঃ) নিষেধ করেছেন
যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সংগম না করে”, সুতরাং কোণ মহিলার সঙ্গে তার ঋতুস্রাব করা হলে সয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দারা অই মহিলা গর্ববতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। (মানুষ ও জীন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলাম এ বলা হয় “খুন্নাস”)।
প্রমানসুত্রঃ সূরা বানী ইস্রাইল-
আর রাহমান -৫৪, ইবনে আবি হাতিম,হাকিম তিরমিজি।
কিন্তু ক্যানও তারা ভিক্ষা করে জানেন? তারা দুবেলা-দুমুঠো খাবার এর জন্য
আমাদের কাছে ভিক্ষা করে,
তাদেকে ছোট করে দেখা ঠিক না।
এই সভ্য জগতে আমরা তাদের কে নিয়ে হাসি-তামাশা করি।
তাদের এই অবস্থার জন্য
তো তারা দায়ী নয়, তবু ক্যানও
তারা আজও অবহেলায়?
আজ যারা এই পোস্টটি পড়েছেন
তাদের প্রতি অনুরোধ
রইলো হিজড়াদের প্রতি তাদের যেন একটু হলেও মানবতা বোধ জন্মায়।
Labels: জানা অজানা
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home