প্রোস্টেট জনিত সমস্যা
প্রোস্টেট জনিত সমস্যা এটি সাধারণত পুরুষদের যৌন সম্পর্কীয় রোগ। এর ফলে পুরুষদের প্রোস্টেট রস নিঃসৃত হয়ে যায়। যদি কোনো অবস্থায় এ রসের উপাদানে পরিবর্তন ঘটে কিংবা এর ক্ষরণ প্রতিহত হয় তাহলে পুরুষের বন্ধ্যাত্ব ঘটতে পারে। এই গ্রন্থিটি পুরুষদের মূত্রাশয়ের নিচে থাকে। এই গ্রন্থিটি মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত কারণে অনেক ধরণের সমস্যা দেখা দেয়।
লক্ষণঃ
১. রোগী অবসাদগ্রস্ত হয়ে পড়ে।
২. ঘন ঘন প্রস্রাব হয়।পিঠের নিচে এবং তলপেটে ব্যথা করে।
৩. পিঠের নিচে এবং তলপেটে ব্যথা করে।
৪. প্রস্রাবে তীব্র ইচ্ছা থাকে।
৫. প্রস্রাব করতে কষ্ট হয়, জ্বালাপোড়া করে।
৬. হঠাৎ করেই রোগীর দেহে জ্বর আসে। রোগী কাঁপতে থাকে। তাপমাত্রা বেড়ে যায় অনেক।
রোগের কারণঃ
১.প্রোস্টেটগ্রন্থির নিঃসরণ বিপুলসংখ্যক শ্বেতকণিকা ও চর্বিসমৃদ্ধ ম্যাক্রোফেজ থাকে।তবে নিঃসরণ কালচার করলে নির্ভরযোগ্য জীবাণু চিহ্নিত করা সম্ভব।
২. ব্যাকটেরিয়াজনিত মূত্রাশয়ের প্রদাহও উপস্থিত থাকে, তাই প্রস্রাব কালচার করে রোগের কারণ চিহ্নিত করা যেতে পারে।
৩. অ্যাকিউট প্রোস্টেটাইটিসের জন্য সচরাচর দায়ী ব্যাকটেরিয়াটির নাম ই কলাই।
৪. সাধারণত ক্লেবসিয়েলা, এন্টারোব্যাকটার, সিউডোমোনাস, সেরাশিয়া নামক প্রভৃতি গ্রাম নেগেটিভ ব্যাকরেটিয়াও সংক্রমণ বা ইনফেকশন ঘটাতে পারে।
চিকিৎসাঃ
উক্ত রোগের চিকিৎসার জন্য নির্দিষ্ট জীবাণুবিরোধী ওষুধ গ্রহণের মাধ্যমে এর প্রতীকার করা সম্ভব। লক্ষণ দেখার সাথে সাথে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি চিকিৎসা ক্ষেত্রে দেরি হয়, তাহলে এপিডিডাইমিস এবং অন্ডকোষে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। রোগীকে অন্তত ছয় সপ্তাহের জন্য অ্যালকোহল ও যৌনকাজ থেকে বিরত থাকতে হবে। যে কোন সমস্যার লক্ষণ অনুভব হলে চিকিৎসকের পরামর্শ নিন।
Labels: পুরুষের-স্বাস্থ্য
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home