পুরুষের স্বাস্থ্য সমস্যা ও সমাধান
যদি আপনি কখনো লক্ষ্য করেন আপনার মূত্রনালী দিয়ে রস নিঃসরণ হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যৌনবাহিত রোগে সংক্রামিত হয়েছেন। যদি তা হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
মূত্রনালীর প্রদাহ
মূত্রনালি প্রদাহ রোগটি সাধারণত যৌন সংক্রান্ত রোগ। যাকে চিকিৎসা পরিভাষায় বলে ইউরেথ্রাইটিস বলা হয়। এটা সব সময় যৌন সংক্রামণ দ্বারা ঘটে। তবে অনেক সময় তা নাও হতে পারে এবং এর সীমাবদ্ধ যৌন সম্পর্কের মধ্যেও ঘটতে পারে।
মূত্রনালীর প্রদাহের লক্ষণ
১. মাঝে মাঝে লিঙ্গের মুখ দিয়ে নিঃসরণ বা তরল পদার্থ বের হবে।
২. প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালাপোড়া অনুভব হবে।
৩. অনেকে আবার প্রস্রাবে ইনফেকশন বলে ভুল করতে পারেন।
৪. অথবা ঘন ঘন প্রস্রাব করার ইচ্ছা জাগতে পারে।
৫. সবার মধ্যে একই লক্ষণ দেখা নাও দিতে পারে।
চিকিৎসা
১. এটা কখনোই অবহেলা করবেন না। অবশ্যই ডাক্তার দেখাবেন, এমনকি আপনার উপসর্গ চলে গেলেও ডাক্তার দেখাবেন।
২. নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা গুলোর মধ্যে রয়েছে নিঃসরণ পরীক্ষা ও প্রস্রাব পরীক্ষা, যা আপনার সংক্রমণের কারণ নির্ণয়ে সাহায্য করবে।
৩. রোগের কারণ জানার পর, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক গ্রহণ করা যেতে পারে।
৪. আপনার যৌন সঙ্গিনীকেও ডাক্তার দেখাতে হবে, এমনকি তার কোনো উপসর্গ না থাকলেও।
৫. আপনার ও আপনার যৌন সঙ্গিনীর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত যৌনসঙ্গম থেকে বিরত থাকতে হবে।
Labels: পুরুষের-স্বাস্থ্য
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home