কিশোরীর বয়ঃসন্ধিকাল
কিশোরীর বয়ঃসন্ধিকালে তার বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তন গুলোর মধ্যে বিশেষ হলো মেনার্ক বা মাসিকের সূত্রপাত। এই সময়ে কিছু কিছু কিশোরীদের মাসিকের সময় যন্ত্রণা দায়ক তলপেটে ব্যথা হয়। কেউ কেউ সহ্য করতে নাপেরে, বাহীরে যাওয়া বন্ধ করে দেয়। দীর্ঘ সময় পর্যন্ত সমস্যাটি প্রকট অবস্থায় থাকে।
লক্ষণঃ
১. কিশোরীর মাসিকের কিছুক্ষণ আগে থেকে তল পেতে ব্যথা অনুভব হয়ে থাকে।
২. ব্যথাটি সাধারণত কোমরের উপরে অনুভব হবে।
৩. বমি বমি ভাব হতে পারে।
৪. খাওয়ার প্রতি অরুচি হবে।
৫. শরীরে দুর্বলতা অনুভব হবে।
৬. যন্ত্রণা দায়ক মাথা ব্যথা হতে পারে।
৭. খিটখিটে মেজাজ ইত্যাদি সংক্রামণ গুলো দেখা দিতে পারে।
চিকিৎসাঃ
প্রথম অবস্থায় অনেক দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। কিন্তু, পরবর্তীতে দুশ্চিন্তা ও আতঙ্ক কমে যেতে থাকে এবং বেশির ভাগ উপসর্গ কমে আসে। তাছাড়া সন্তান জন্ম দানের পর তা আর দেখা যায়না। এই সমস্যার জন্য বিশেষ কোন চিকিৎসার প্রয়োজন নেই। তবে একটু সতর্ক থাকতে হবে। মূল অবস্থার সম্মুখীন হলে, কোন ভাবেই ভঙ্গে পরলে চলবেনা,নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি ব্যথা খারাপ দিক লক্ষণ করে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
Labels: নারীর-স্বাস্থ্য
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home